Home ত্রিপুরা ডিএন ভি রোডে প্রচলিত মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ।

ডিএন ভি রোডে প্রচলিত মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ।

by admin
0 comment 63 views

ধর্মনগর প্রতিনিধি। বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দের স্মরণে বিজেপি কার্যকর্তারা DNV রোড এলাকায় পথচলতি জনগণের মধ্যে ঠান্ডা সরবত প্রদান করে। ২৬শে মে রবিবার উত্তর জেলার জেলাসদর ধর্মনগর শহরের DNV রোড এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দে গত ২৬শে অক্টোবর ২০২৩ ইং মারা যায়। উনার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে উত্তর জেলা সহ গোটা রাজ্যে। সুমিত দে যেহেতু রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতেন,তাই সুমিত দের স্মরণে উনার পরিবার পরিজন ও বিজেপির কার্যকর্তারা এক বছর ব্যাপী প্রতি মাসের ২৬ তারিখ সামাজিক কর্মসূচির আয়োজন করেছেন। সুমিত দের স্মরণে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার DNV রোড এলাকায় প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় সরবত প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। যানা যায় এদিনের এই অনুষ্ঠানে ১৫০০ জনেরও অধিক পথচারীদের মধ্যে এই ঠান্ডা সরবত প্রদান করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার প্রয়াত সাধারণ সম্পাদক তথা সুমিত দের স্ত্রী সোমা সেন দে,বিজেপির মহিলা মোর্চার ধর্মনগর মন্ডলের সভানেত্রী তথা পুর পরিষদের কাউন্সিলার রুপালী অধিকারী,তাপস দাস,সুমিত রায়,দীপজ্যোতি পাল,নিলকেশ দাস সহ অন্যান্যরা।

Related Post

Leave a Comment