153
প্রতিনিধি, উদয়পুর :-বূহস্পতিবার দুপুরে উদয়পুর গকুলপুর এলাকার বাসিন্দা রত্না সাহা নামে এক মহিলা নিজের গরু নিয়ে খামারে দিকে যাচ্ছিল। এমন সময় এক যুবক মহিলাকে একটু খাবারের জন্য জল দিতে বলে। মহিলা তাকে জল দিয়ে গরুকে ঘাস খাবার জন্য রাস্তা দিয়ে হেঁটে চলছিল। হঠাৎ ঐ যুবকটি মহিলার গলা থেকে একভড়ি চার আনার একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় বলে রত্না সাহা জানান ।তবে যে যুবকটি মহিলার গলা থেকে হার নিয়ে পালিয়ে গিয়েছে তাকে চিনতে পেরেছে রত্না। ঘটনায় অভিযুক্তের নাম আবুল কালাম। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ হাতে মামলা নিয়ে অভিযুক্ত আবুল কালাম কে জালে তুলতে মাঠে নেমে পড়েছে।