Home » জোয়ার আসরে পুলিশের হানা

জোয়ার আসরে পুলিশের হানা

by admin

প্রতিনিধি মোহনপুর:-বুরজুস মেলাকে কেন্দ্র করে অবৈধ জোয়ার আসরে হানা দিল লেফুঙ্গা থানার পুলিশ। বুধবার বামুটিয়া ফাড়ি এবং লেফুঙ্গা থানার ওসির নেতৃত্বে চলে যৌথ জুয়া বিরোধী অভিযান। অভিযানে জোয়া খেলার সামগ্রী, নেশা সামগ্রী, নগদ অর্থ এবং দুই যুয়ারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বামুটিয়া ফারির ওসি সঞ্জয় দেববর্মা বলেন বুরজুস মেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসেছে বলে খবর আসে পুলিশের কাছে। এই খবরের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে জোয়া খেলার জন্য নির্মিত অস্থায়ী ঘর ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ।

You may also like

Leave a Comment