প্রতিনিধি, বিশালগড় , ২৫ এপ্রিল ।। নেশা বিরোধী অভিযান ক্রমশ তেজি হচ্ছে। বিশ্রামগঞ্জ এবং মেলাঘর থানার যৌথ অভিযানে উদ্ধার হয় শুকনো গাঁজা। মঙ্গলবার পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযান সংগঠিত হয় বিশ্রামগঞ্জ থানাধীন রংমালা এডিসি ভিলেজের চন্দ্র মোহন চৌধুরী পাড়ায়। বিশালগড় মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবপ্রসাদ দেবের নেতৃত্বে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা চন্দ্র মোহন চৌধুরী পাড়ার তপন শুক্ল দাস, সমীর শুক্ল দাসের পোল্ট্রি ফার্মে হানা দেয় । পোল্ট্রি ফার্মে মাটি খুঁড়ে দুইটি শুকনো গাঁজা ভর্তি ডাম উদ্ধার করে পুলিশ । দু’টি ড্রামে ৬৫ কেজি গাঁজা ছিল । কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিশালগড় মহকুমা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক দেব প্রসাদ দেব জানান নারকোটিক্স এর উপর রাজ্যব্যাপী অভিযান শুরু হয়েছে। বিশ্রামগঞ্জ এলাকায় মাটির নীচে গর্ত খুঁড়ে গাঁজা মজুত রেখেছে গাঁজা কারবারিরা। অভিযান জারি থাকবে । গাঁজা কারবারিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
113