Home » জায়গার বিবাদ নিয়ে দুই পরিবারের সংঘর্ষ , থানায় মামলা

জায়গার বিবাদ নিয়ে দুই পরিবারের সংঘর্ষ , থানায় মামলা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ । ঘটনা উদয়পুর খিলপাড়া এলাকায় ।

জানা যায় , শনিবার সকালে মমতাজ বেগম ও ইকবাল হোসেনের পরিবারের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে । জানা গিয়েছে , এদিন ইকবাল হোসেনের গৃহপালিত একটি ছাগল মমতাজ বেগমের বাড়িতে আসে। তখন মমতাজ ছাগলটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা দেখতে পেয়ে ইকবাল হোসেন মমতাজ বেগমের বাড়িতে এসে হঠাৎ হামলা চালায় । এই অভিযোগ তুলে মমতাজ বেগম । পরবর্তী সময় এই ঘটনায় আহত হয় মমতাজ বেগম নামে এই মহিলা । আহত মমতাজ বেগমকে বাঁচানোর জন্য ছুটে আসে তার দেবর মতিন । তখন মতিন এর উপর হামলা চালায় ইকবালের পরিবার । এই গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মমতাজ বেগম পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে । জমি বিবাদের এই সংঘর্ষ ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে উদয়পুর খিলপাড়া এলাকা ।

You may also like

Leave a Comment