Home » ঈষানপুরে গাঁজা গাছ কেটে আগুনে পুড়ালো পুলিশ

ঈষানপুরে গাঁজা গাছ কেটে আগুনে পুড়ালো পুলিশ

by admin

প্রতিনিধি মোহনপুর:-ফের গাঁজা বিরোধী অভিযানের সাফল্য পেল সিধাই থানার পুলিশ। শনিবার ঈশানপুর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে প্রায় ১৪ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানাই পুলিশ।
সিধাই খানা এলাকাতে নিয়মিত কাছাকাছি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গোটা থানা এলাকায় সমতল এবং পাহাড়ি অঞ্চলে যেভাবে গাঁজা বাগান তৈরি হয়েছে তা ধ্বংস করার জন্য পুলিশ টিএসআর এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা যৌথভাবে অভিযান চালাচ্ছে। শনিবার ঈষানপুর এলাকায় বিস্তীর্ণ ভূমিতে গড়ে ওঠা অবৈধ গাঁজা বাগানে আচমকা হানা দেয় টিএসআর এবং পুলিশ। গাঁজা বাগান কেটে নষ্ট করার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এই এলাকাতে গাঁজা বাগান গড়ে ওঠার বিষয়ে ইতিমধ্যেই স্থানীয়দের তরফেও বিস্তার অভিযোগ ছিল। যেভাবে এদিন নিরাপত্তা কর্মীরা এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে এই ধরনের অভিযান জারি রেখে এলাকার সমস্ত গাঁজা বাগান ধ্বংস করার জন্য আবেদন জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

You may also like

Leave a Comment