
শান্তির বাজার সব্জী বাজারে কালী মন্দিরে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল।
শান্তির বাজার শহরের প্রানকেন্দ্রে চুরি করেযাচ্ছে নিশিকুটম্বের দল। এরইমধ্যে রবিবার গভীর রাতে সব্জী বাজারে কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রনামী বাক্স ভেঙ্গে প্রনামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। মন্দির থেকে প্রনামীবাক্স টি ভেঙ্গে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে চলেযায়। সোমবার সকালবেলা এই চুরির বিষয়ে স্থানীয় ব্যাবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে চুরির বিষয়ে খবর দেয় শান্তির বাজার থানায়। মন্দির কমিটির লোকজনেরা সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে চুরির বিষয়ে জানাতেগিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উবরেদেন। উনারা অভিযোগ করেন চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হয়েগেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহননি। স্থানীয় ব্যবসায়ীরা জানান পুলিশ রাত্রিবেলায় বাজারে সঠিকভাবে ডিউটি করেননা। তাই নিশিকুটম্বের দল চুরি করার সাহস পেয়েযাচ্ছে। এই চুরি কান্ডে প্রনামী বাক্স থেকে প্রায় নগদ ৮ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারনা করাহচ্ছে। শহরে এইভাবে চুরিকান্ড ঘটাতে নিরাপত্তাহীনতায় ভূগছে শান্তির বাজারের স্থানীয় ব্যাবসায়ীরা। ঘটনার দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হবার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও ঘটনারসাথে জরিতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।