
প্রতিনিধি, বিশালগড় , ।। ধর্ষন কান্ডে অভিযুক্ত রিতন হোসেনকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ।
জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২২ তারিখে দক্ষিণ ঘনিয়ামাড়া এলাকায় এক প্রতিবেশী মহিলাকে ধর্ষন করে সে। এমনকি পৈশাচিক কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড করে রাখে। পরবর্তী সময়ে এই ভিডিওকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করে মোটা দাগের টাকা দাবি করে সে। লোকলজ্জার ভয়ে ধর্ষণের ঘটনা কাউকে জানায়নি মহিলা। কিন্তু ব্ল্যাকমেইলিং শুরু হতেই থানার দ্বারস্থ হয় নির্যাতিতা।
পরবর্তী সময়ে ৪ ই মে ২০২৩ তারিখে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে নির্যাতিতা। মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত রিতুল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা করে। কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল সে। শেষ পযন্ত মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ ঘনিয়ামাড়ায় একটি বাড়ি থেকে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।বিশালগড় থানায় তার বিরুদ্ধে গৃহীত মামলার নম্বর ৮/ ২০২৩। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/৬৭ ধারায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে একদিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ফের তাকে আদালতে তোলা হবে।