101
দীর্ঘদিন বাদে ঘুম ভাঙ্গলো অমরপুর বীরগঞ্জ থানার পুলিশের। রবিবার 39 কৌটা ড্রাক্স সহ আটক করা হয় দুই ব্যক্তিকে। ঘটনার বিবরনে প্রকাশ রবিবার বেলা 12টা নাগাদ গোয়েন্দা পুলিশের খবরের ভিত্তিতে ড্রাক্স বিক্রি করার সময় অমরপুর হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে দুই ব্যক্তিকে। তাদের কাছ থেকে 39 কৌটা ড্রাক্স উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পিন্টু রঞ্জন দাস এবং মিঠুন দাস। বর্তমানে রয়েছে অমরপুর বীরগঞ্জ থানায়।