
প্রতিনিধি, বিশালগড়,।।
মুখ্যমন্ত্রীর নির্দেশে নেশা বিরোধী অভিযান তীব্র করেছে পুলিশ। রাজ্যজুড়ে ধরপাকড় শুরু হয়েছে। এক সপ্তাহ ব্যাপি বিশেষ অভিযানে জালে তোলা হচ্ছে কুখ্যাত নেশা কারবারিদের। পিছিয়ে নেই বিশালগড় থানা। ওসি রানা চ্যাটার্জীর আপোষহীন মনোভাবে নেশা বিরোধী অভিযানে সাফল্য আসছে। প্রতিনিয়ত অভিযান চলছে। গ্রেপ্তার করা হচ্ছে নেশা কারবারিদের। ইতিমধ্যে নেশা বাণিজ্যের কিং বলে পরিচিত শক্তিজিৎ সরকারকে জালে তুলতে সক্ষম হয়েছে। শনিবার গভীর রাতে বিশালগড় থানার ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, ইন্সপেক্টর মৃদুল মজুমদার টিএসআর জওয়ানদের নিয়ে অভিযান চালায় অফিসটিলার সুব্রত দাসের ওরফে লাব্বা বাড়িতে। অভিযানে ২১০ টি ব্রাউন সুগারের কন্টেইনার সহ নেশার ট্যাবলেট উদ্ধার হয়। সুব্রত দাস , বিদ্যুৎ সরকার , প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সবগুলি অভিযোগের তদন্ত হবে। তিনি জানান, নেশার বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে। সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে। সরকার পুলিশ নাগরিক সবাই মিলে নেশার ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হবে।