প্রতিনিধি , উদয়পুর :- ভারতীয় মজদুর সংঘ পালাটানা ওটিপিসি পাওয়ার প্লান্ট এমপ্লইয়ার এসোসিয়েশানের সকল শ্রমিক ও কর্মচারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার বিকেল পাঁচটায় উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস। এছাড়া ছিলেন , বিএমএসের জেলা সম্পাদক পার্থসারথি ঘোষ , বিএমএসের সদস্য প্রদীপ মজুমদার ও কৃষ্ণ বৈদ্য । এদিনের সভায় সভাপতিত্ব করেন তপন দত্ত । আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস বলেন , সংগঠনকে শক্তিশালী করতে হলে কর্মী এবং কর্মচারীকে একসাথে মিলে কাজ করতে হবে । তাহলে এই প্ল্যান্টের উন্নয়ন আরো সামনের দিকে দ্রুত এগিয়ে যাবে শ্রমিকদের নানা সমস্যা নিয়ে আধিকারিকদের সাথে কথা বলতে সুবিধা হবে। ছন্নছাড়া মনোভাব নিয়ে কাজ করলে কখনো সফল হবে না । ওটিপিসি প্ল্যান্টের ভেতর বিভিন্ন সমস্যা রয়েছে। সে সকল সমস্যাগুলি যৌথভাবে সমস্যা সমাধান করতে হবে । তাই আজকের দিনে দাঁড়িয়ে ১৫ জনের এডহক কমিটি তৈরি করা হয়েছে । এই কমিটির সভাপতি করা হয়েছে লিটন মজুমদার এবং সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত সেন কে । এই দিনের আলোচনা সভায় পালাটানা ওটিপিসি পাওয়ার প্লান্ট এমপ্লইয়ার এসোসিয়েশানের সকল শ্রমিক ও কর্মচারীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।
পালাটানা ওটিপিসি পাওয়ার প্লান্ট এমপ্লইয়ার এসোসিয়েশানের শ্রমিক ও কর্মচারীদের নিয়ে নতুন এডহক কমিটি গঠিত
122
previous post