প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভার গজারিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে এক যোগদান সভায় ৫২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
গত বিধানসভা নির্বাচনের পর মোহনপুর বিধানসভা এলাকাতে নিয়মিত যোগদান সভার মধ্য দিয়ে বেশিরভাগ বিরোধী দলের সমর্থকরা বিজেপি দলে যোগদান করেছেন। এর মধ্যেও যা কিছু বাকি ছিল তাদের কেও যোগদান করানোর প্রক্রিয়া জারি রয়েছে। শুক্রবার বিকেলে গজারিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় যোগদান সভা। এই যোগদান সভাতে মোট ১৩ পরিবারের ৫২ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। নবাগতরা জানান সরকারের উন্নয়নমুখী কাজের প্রতি অনুপ্রাণিত হয়েই উনারা বিজেপি দলে যোগদান করেছেন। অন্যদিকে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের সমস্ত অংশের মানুষের উন্নয়নকে মাথায় রেখে কাজ করছে সরকার। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গোটা দেশে একযোগে উন্নয়নযগ্য চালাচ্ছে। তাঁর অঙ্গ হিসেবেই এই ত্রিপুরা রাজ্যেও ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য সমেত সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই দিন নবাগতদের দোলে বরণ করে এই উন্নয়ন যগ্যে শামিল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন মন্ত্রী।
মোহনপুরে ৫২ জন ভোটার বিজেপিতে
154