প্রতিনিধি, বিশালগড়, ২৩ ডিসেম্বর।। শিয়রে ভোট। ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির সবগুলি মোর্চা। এরমধ্যে অন্যতম শক্তিশালী ওবিসি মোর্চার কার্যকর্তারা বিজয়ের সংকল্প নিয়ে কোমর বেঁধেছে। সিপাহীজলা (উত্তর) জেলার পাঁচটি মন্ডলে প্রতিটি বুথে মজবুত সংগঠন রয়েছে ওবিসি মোর্চার। ওবিসি সম্প্রদায়ের মানুষকে আরো বেশি সংগঠিত করে উন্নয়ন বিরোধী শক্তিকে পরাস্ত করে রাজ্যের উন্নয়ন তরান্বিত করার পথ সুগম করার জন্য মাঠে নেমেছে ওবিসি মোর্চা। শুরু হয়েছে জেলা মন্ডল বুথ স্তরে প্রস্তুতি বৈঠক। শুক্রবার
ওবিসি মোর্চার সিপাহীজলা (উত্তর) জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিকালে বিজেপির নবনির্মিত জেলা কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ওবিসি মোর্চার প্রদেশ সহসভাপতি উত্তম দেবনাথ, ওবিসি মোর্চার জেলা সহসভাপতি মধুসূদন দেবনাথ, পরিমল রায়, নারায়ণ দেবনাথ, মানিক দেবনাথ সহ জেলা কমিটির সকল সদস্য, জেলার পাঁচটি মন্ডলের সভাপতি সাধারণ সম্পাদক। আগামী ২৭ শে ডিসেম্বর আগরতলায় ওবিসি সম্প্রদায়ের স্বউদ্যোগী, প্রতিষ্ঠিত নাগরিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ জানুয়ারি হবে ওবিসি মোর্চার রাজ্য ভিত্তিক প্রকাশ্য সমাবেশ। এই কর্মসূচি গুলো সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওবিসি মোর্চার প্রদেশ সহসভাপতি উত্তম দেবনাথ বলেন দ্বিতীয় দফায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে ওবিসি মোর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার চারটি মন্ডলে ১০ থেকে ২০ হাজার ওবিসি সম্প্রদায়ের ভোটার রয়েছে। বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন বিগত সরকার ওবিসি সম্প্রদায়ের মানুষকে শুধু শোষণ করেছে। চাঁদার জুলুম সইতে হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণে সকল অংশের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে। সেই উন্নয়নের গতিধারা বজায় রাখতে বিজেপির জয় সুনিশ্চিত করতে সবাইকে সংঘবদ্ধ ভাবে মাঠে নামতে হবে ।
তেইশের লড়াইয়ে প্রস্তুত
ওবিসি মোর্চার সিপাহীজলা (উত্তর) জেলার কার্যকর্তারা
102