64
- প্রতিনিধি, উদয়পুর :- প্রতিদিনের মতো বুধবার সকালেও কাঁকড়াবন থানার পুলিশ কিশোরগঞ্জ সড়কে নাকা চেকিং করতে বসে সকাল সাড়ে সাতটা নাগাদ । সে সময় মেলাঘর থেকে উদয়পুরগামী টিআর ০৩ ডি ২২১৪ নাম্বারের ব্যাটারিচালিত একটি অটো রিক্সাকে দাঁড় করানো হয় । তল্লাশি চলাকালীন সময় গাড়ি চালকের কথাবার্তায় কিছু সন্দেহ দানা বাঁধে পুলিশের । পরে গোটা গাড়িটিকে তল্লাশি করার পরে উদ্ধার হয় ২০৩ টি ড্রাগসের কৌটা । যার বাজার মূল্য ৩০ হাজার ৪৫০ টাকা । পরে পুলিশ ২৪ বছর বয়সি গাড়ি চালক আশীষ দাস ও উদয়পুর টাউন সোনামুড়া চৌহমুনী এলাকার বাসিন্দা তথা নেশা বিক্রেতা তাহের মিঞা কে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সড়কে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদয়পুর মহকুমা পুলিশ অধিকারী নির্মাণ দাস ও কাঁকড়াবন থানার ওসি রাজিব ভৌমিক সহ বিশাল পুলিশ বাহিনী । সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে নেশা বিক্রেতা তাহের জানান , আজ সকালে মেলাঘর মোটর স্ট্যান্ডে এক চা দোকানে এসে দীপক নামে এক ব্যক্তি তাহের মিঞাকে এই নেশা সামগ্রী গুলি দিয়ে যায়। পরে সমস্ত ড্রাগস গুলিকে ব্যাটারি চালিত অটো করে উদয়পুরে নিয়ে আসা হচ্ছিল। যা বুধবার সন্ধ্যায় রমেশ চৌহমুনিতে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানান নেশা বিক্রেতা। কিন্তু যেভাবে মেলাঘরে নেশার রমরমা ব্যবসা জাঁকিয়ে বসেছে তাতে করে ধ্বংস হচ্ছে যুবসমাজ। মহকুমা পুলিশ অধিকারীর নির্মাণ দাস জানান, এর আগেও নেশা বিক্রির ঘটনায় তাহের মিঞার নামে উদয়পুরে বেশ কয়েকটি তার মামলা রয়েছে। নতুনভাবে আরও একটি মামলা যুক্ত হলো তার সাথে । আজকের দিনে দাঁড়িয়ে যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো বিভিন্ন তথ্য বের করা যায় কিনা সে দিকে জোর চেষ্টা ও নজর দিয়েছে পুলিশ। বুধবার সকালে এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে কাঁকড়াবন জুড়ে ।