প্রতিনিধি কৈলাসহর:-পাঁচ বছর পূর্বের এক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন সেশন জজ।জানা গেছে ২০১৯ সালের এপ্রিল মাসের ২২ তারিখ মাগবত আলী রাজমিস্ত্রির ঠিকেদারি কাজ করছিলেন।তখন অভিযুক্ত জমির আলী কাজ নিয়ে মাগবত আলীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন।এই বিষয়ে জমির আলী যুবরাজ নগর পঞ্চায়েত অফিসে লিগ্যাল এইড ক্লিনিকে অভিযোগ জানান মাগবত আলীর বিরুদ্ধে। জানা গেছে মাগবত আলীর বাড়ি গৌরনগর গ্রাম পঞ্চায়েতে। ২০১৯ সালের এপ্রিল মাসের ২৭ তারিখ মাগবত আলীর বাড়িতে নোটিশ যায় যে ২৮ তারিখ যুবরাজ নগর পঞ্চায়েত অফিসে লিগ্যাল এইড ক্লিনিকে উপস্থিত থাকার জন্য। মাগবত আলী, তার ভাই আসব আলী ও বোন জয়রুন নেছা সেখানে যান। এই দিন লিগ্যাল এইড অফিসে অন্যান্য অভিযোগের বিচার চলায় শেষের দিকে তাদের বিষয়টি উঠানো হয়। উঠানোর পর ক্লিনিক ইনচার্জ আইনজীবী কামাল এম মছদ্দরের মধ্যস্থতায় মাগবত আলীকে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য বলা হয় ইরানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জমির আলীকে। তখন মাগবত আলী বলে তাদের কাছে তিন হাজার টাকা রয়েছে। বাকি দুই হাজার টাকা পরে দেওয়া হবে। এই কথা বলায় সেখানে তাদের মধ্যে বিতর্ক বাধে। তখন আইনজীবী কামাল এম মছদ্দর তাদেরকে বাইরে গিয়ে তার সমাধান করার নির্দেশ দেন। যখন লিগ্যাল এইডের ক্লিনিক থেকে মাগবত আলী বেরিয়ে আসছিলেন তখন পিছন দিকে জমির আলীর দুই ভাই শাহিন আলী ও হোসেন আলী মাগবত আলীকে পিছন দিক থেকে ধরে ফেলে। সেই সময় ক্লিনিকের বাইরে গেলে জমির আলী বড় ছুরি দিয়ে মাগবত আলীর গলা কেটে ফেলে। সাথে সাথে মাগবত আলী মাটিতে লুটিয়ে পড়েন। তখন মাগবত আলীকে ক্লিনিক ইনচার্জ সহ কয়েকজন মিলে তাকে গাড়ি দিয়ে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাগবত আলীকে মৃত বলে ঘোষণা করে। এই দিনই মৃত মাগবত আলীর ভাই আসব আলী ইরানি থানায় তিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার কেস নাম্বার হচ্ছে ২৭/ ২০১৯। এই মামলার তদন্তকারী অফিসার চৈতন্য রিয়াং ২০১৯ সালের আগস্ট মাসের ৩১ তারিখ চার্জশিট জমা করেন। সেখানে জমির আলী, হোসেন আলী ও শাহিন আলির বিরুদ্ধে ৩০২ / ৩৪ আই পি সি সেকশন দেওয়া হয়। গতকাল কুড়ি জানুয়ারি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আজ তাদের সাজা ঘোষণা করা হয়। সেশন জজ সুদীপ্তা চৌধুরী জমির আলী, হোসেন আলী ও শাহিন আলিকে যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা আদায়ের তিন মাসের জেলের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব।
এক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন সেশন জজ
22