
প্রতিনিধি, তেলিয়ামুড়া।২৩মার্চ।লোকসভা নির্বাচনের প্রাক aমুহূর্তে কল্যাণপুর থানার অন্তর্গত প্রত্যন্ত অধুনিয়া এলাকা থেকে বিপুল পরিমাণে অবৈধভাবে মজুত রাখা বিলিতি উদ্ধার। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬০০০০ টাকার অধিক বলে কল্যাণপুর পুলিশের দাবি।
গোটা বিষয় নিয়ে কল্যানপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার দাবি করেছেন গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার অধুনিয়ার জনৈক স্বপন দেববর্মার বাড়িতে পুলিশ অভিযান সংঘটিত করে। এই অভিযানের মধ্য দিয়ে অবৈধভাবে সংশ্লিষ্ট বাড়িতে মজুদ করে রাখা, প্রায় ৬০ হাজার টাকার উপরের বিলিতি মদ উদ্ধার করা হয় বলে ওসি শ্রী মালাকার দাবি করেছেন। যদিও সংশ্লিষ্ট বিপুল পরিমাণে বিপুল পরিমাণ মদ উদ্ধারের পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা যায়নি, তবে এই বিষয়ে পুলিশ তীক্ষ্ণ নজর রাখছে বলে দাবি পুলিশের। পাশাপাশি এদিন পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যদি কোন জায়গায় এরকম ভাবে অবৈধ মজুত সহ অনাকাঙ্ক্ষিত কোন বিষয় সাধারণ মানুষের নজরে থাকে, তা যেন পুলিশকে জানানো হয়। আজকের এই অভিযানে ওসি ইন্সপেক্টর তাপস মালাকার ছাড়াও প্রেমজিত রায়, অঞ্জন দেববর্মা , হিমানী দেববর্মা, প্রমূখ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।