
প্রতিনিধি, গন্ডাছড়া ২২ নভেম্বর:- ডুম্বুর জলাশয়ে জোড়া খুনের মাস্টারমাইন শংকর জমাতিয়া উরফে বিজয় জমাতিয়া এবং তার স্ত্রীকে মঙ্গলবার রইস্যাবাড়ি থানার পুলিশ আটক করে। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে গন্ডাছড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য গত ২২ অক্টোবর অম্পি থানার অন্তর্গত তিন গড়িয়া গ্রামের বাসিন্দা যুগল কিশোর জমাতিয়ার স্ত্রী রূপাশ্বরী জমাতিয়া এবং তার নাবালিকা মেয়ে যশোদা রানী জমাতিয়া নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরবর্তী সময় যুগল কিশোর জমাতিয়া অম্পি থানায় একটি নিখোঁজ ডাইরি করে। নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় গত ৩১ অক্টোবর যুগলের স্ত্রীর মরদেহ বস্তাবন্দী অবস্থায় ডুম্বুর জলাশয়ের মাইল্লাছড়া থেকে উদ্ধার করা হয়। স্ত্রীর মরদেহ উদ্ধারের দুদিন পর অর্থাৎ ২ নভেম্বর একই স্থান থেকে মেয়ের মরদেহও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয়। এ বিষয়ে রইস্যাবাড়ি থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। যার কেইস নাম্বার ৯/২০২৩, আন্ডার সেকশন ৩০২/২০১ আই পি সি। এ বিষয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা জানান পুলিশ রিমান্ডে থাকাকালীন অবস্থায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, কিভাবে তাদের খুন করা হয়েছে ইত্যাদি।