প্রতিনিধি কল্যাণপুর
পারিবারিক ঝামেলার কারণে ছেলে গর্ভধারিনী মাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। থানায় মামলা, গ্রেপ্তার যুবক। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দুলালিয়া বাড়ি তে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুত্র সঞ্জয় সাঁওতাল।বয়স ২৮। তার গর্ভধারিনী মা শুক্রাইমনি সাঁওতাল।বয়স ৬০। এই মহিলাকে তার ছেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ পরিবারের অন্যদের চোখে ফাঁকি দিয়ে নিজ পুত্র সঞ্জয় গতকাল সন্ধ্যা রাতে তার গর্ভধারিনী মায়ের শরীরে কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ফলে মহিলার শরীরের বেশ অংশ পুড়ে যায়। ক্ষতি হয় দুটি পায়ের। বর্তমানে মহিলা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তে পুত্রের বিরুদ্ধে ক্ষুভ ছড়িয়ে পড়ে জনে মনে। মহিলার নিকট আত্মীয় কল্যাণপুর থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ যথারীতি মামলা গ্রহণ করে। যার মামলা নং ২১। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এবং ৩০৭ নং ধারায় মামলা গ্রহণ করে যুবককে খাস কল্যাণপুর এলাকা থেকে আজ শুক্রবার সকালে গ্রেফতার করে এবং খোয়াই আদালতে প্রেরণ করে। এই ঘটনায় জনমনে বেশ আতঙ্ক তৈরি হয়। অনেকেই প্রশ্ন তুলছেন একজন ছেলে এমন জঘন্য কাজ কি করতে পারে ? শেষে ঘটনার তদন্তে নেমেছে কল্যাণপুর থানা পুলিশ। এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনেও বিরাজ করছে এলাকায়। এই মামলার আই ও এসআই প্রেমজিত রায়।