খোয়াইয়ের নয় বছরের শিশু কন্যা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে জেলাশাসক এবং মহিলা থানায় ডেপুটেশন প্রদান করলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজয় গোপের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার জেলাশাসকের সাথে সাক্ষাত করে উনার হাতে এক স্মারক পত্র তুলে দেয়। এবং মহিলা থানার নিকট ও অনুরূপ স্মারক পত্র তুলে দেয় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বরা। নেতৃবৃন্দরা দাবি তুলেন নয় বছরের শিশু কন্যার উপর পাশবিক লালসায় লিপ্ত দুই অভিযুক্তের কঠোর শাস্তি প্রদান সহ এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সাধারন প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেন সক্রিয় ভূমিকা পালন করে,। মণিপুর এবং রাজ্যের সোনামুড়ায় সম্প্রীতি ঘটে যাওয়া ঘটনার উদবৃত্তি করে নেত্রবৃন্দরা বলেন, এই ধরনের ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত এবং প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ কয় জেলা কমিটির সম্পাদক বিজয় গোপ বজরং দলের ত্রিপুরা রাজ্য সংযোজক সত্যজিৎ রায়, বিশ্ব হিন্দু পরিষদ প্রখন্ড সম্পাদক সত্যজিৎ আচার্জী, বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই প্রখণ্ডের সভাপতি অমৃত কুমার দত্ত, খোয়াইজেলা বজরং দলের সংযোজক মিঠুন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। গত কুড়ি জুলাই এক মুসলিম যুবক কর্তৃক গণদর্শিতা হয় নয় বছরের শিশুকন্যা। ঘটনাকে কেন্দ্র করে মহিলা থানায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনাকে ইস্যু করে মাঠে নেমে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। উভয় সংগঠন অভিযুক্তদের কঠোর শাস্তীর দাবিতে মহিলা থানা এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল। এদিকে শনিবার দুপুরে নির্যাতিতা শিশু কন্যার বাড়িতে ছুটে যায় খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং মহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির এক প্রতিনিধি দল। উনারা নির্যাতিতা শিশু কন্যার পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
খোয়াইয়ের নয় বছরের শিশু কন্যা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে জেলাশাসক এবং মহিলা থানায় ডেপুটেশন প্রদান করলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।
by admin
written by admin
149