প্রতিনিধি কৈলাসহর:-গোটা রাজ্যেই বর্তমানে রক্ত শূন্যতা রয়েছে। কেননা নির্বাচনের কাজে সকল স্তরের কর্মীরা যুক্ত হয়ে যাওয়ায় রক্ত দান কর্মসূচি সমস্ত জায়গাতেই বন্ধ ছিল। কৈলাসহর ব্লাড ব্যাংকের এই রক্ত শূন্যতা কাটাতে প্রশাসনিক ব্যস্ততার মধ্যে থেকেও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসেছে প্রশাসন।ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে ২২শে মার্চ বুধবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির।বস্তুত, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত সামাজিক সংগঠন,ক্লাব এবং সকল স্তরের নাগরিকদের রক্তদানে অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করার জন্য। সেদিকে লক্ষ্য রেখেই দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।রক্তদান শিবিরে মোট ১১৪ জন রক্তদান করেন। এরমধ্যে মহিলার সংখ্যা ৭ জন।এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের নাগরিকমন্ডলী,সংগঠন এবং সর্বোপরি আসাম রাইফেলসের ৭জন এবং সীমান্তরক্ষী জওয়ানদের তরফে তিন জন রক্তদানে অংশগ্রহণ করেন।জানা গেছে কৈলাসহর ব্লাড ব্যাংক স্থাপনের পর এই প্রথম এত বিশাল ইউনিট রক্ত প্রথম সংগ্রহ করা হয়েছে।শুধু কৈলাসহর না ঊনকোটি জেলায় এতো বৃহৎ পরিসরে রক্তদান শিবির এর আগে হয়নি।রক্তদান শিবিরে ঊনকোটি জেলাশাসক ডা: বিশাল কুমার,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে,সহকারী সভাধিপতি শ্যামল দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার,ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ ও সুশান্ত সরকার সহ জেলা ও মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।অপরদিকে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে আজাদী-কা অমৃত মহোৎসব উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।রক্তদান শিবির চলতে থাকে বিকেল সাড়ে চারটা অব্দি।রক্তদান শিবির চলাকালীন সময়ে কৈলাসহর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের তরফে টিসিএস অফিসারদেরকে সম্মানিত করা হয় এবং রক্ত দানের বিশেষ ভূমিকা জন্য কৈলাসহর লায়ন্স ক্লাব, ভেনাস ক্লাব,কৈলাসহ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ক্লাব স্কাইলারক কে অভিনন্দিত করা হয়।মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে ঊনকোটি কলাক্ষেত্রের প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। আজকের রক্ত দান শিবির এবং প্রর্দশনী অনুষ্টানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ পরিলক্ষিত হয়।
145