Home » বাড়ির উঠোন থেকে সখের বাইক চুরি

বাড়ির উঠোন থেকে সখের বাইক চুরি

by admin

প্রতিনিধি , উদয়পুর :- গত বুধবার সন্ধ্যা রাতে দক্ষিণ মাতারবাড়ি এলাকার বাসিন্দা কাজল পালের মোটর বাইক চুরি হয়ে যায় নিজ বাড়ির উঠোন থেকে। ঘটনার বিবরণে জানা যায় , বুধবার দুপুরে নিজের কর্মস্থল থেকে কাজল পাল নিজ বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য বাইক নিয়ে বাড়িতে আসে। পরবর্তী সময় নিজ অফিসের কর্মচারীদের সাথে অটো করে বাড়িতে বাইক রেখে পুনরায় কর্মস্থলে যোগ দেয়। পরবর্তী সময় সন্ধ্যা ঘনিয়ে বাড়িতে আসার সাথে সাথেই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দেখতে পাই বাড়ির উঠোন থেকে টিআর ০৩ এল ৮৪৭৮ নাম্বারের মোটর বাইকটি চুরি হয়ে যায়। সাথে সাথে মোটরবাইকটিকে খুঁজে বের করার জন্য কাজল ও তার গোটা পরিবার বের হয় এলাকায়। কিন্তু মুহূর্তের মধ্যে বাইকটি সম্পূর্ণভাবে উধাও করে নিয়ে যায় চোরের দল। কাজল সাংবাদিকদের জানান , রাত আটটা নাগাদ রাধাকিশোরপুর থানায় বাইকের নাম্বার এবং রেজিস্ট্রেশন দিয়ে একটি চুরির মামলা দায়ের করা হয়। গত তিনদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ । পুলিশ মামলা হাতে পেয়ে চুরির ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে যায়। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ মাতার বাড়ি জুড়ে।

You may also like

Leave a Comment