প্রতিনিধি, উদয়পুর :-
নেশার সাম্রাজ্য গত ৮ মাস ধরে গড়ে উঠেছিলো মাতাবাড়ি মধ্যপাড়া এলাকায় । বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে , রাধাকিশোরপুর থানার পুলিশ ড্রাগস বিক্রেতা সুব্রত দে-র বাড়িতে হানা দেয় । তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ তার ঘর থেকে আটগ্রাম ড্রাগস থেকে শুরু করে খালি কৌটা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে । এই ঘটনায় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান , দীর্ঘদিন ধরেই সুব্রত এই ধরনের ঘটনার সাথে যুক্ত রয়েছে। পুলিশের কাছে খবর থাকলেও তাকে ধরার জন্য জাল ফেলা হয়েছিলো । কিন্তু সে জালে কখনো সুব্রত ধরা না দেওয়ার ফলে পুলিশ গোপন খবর লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে । আজকের দিনে দাঁড়িয়ে ড্রাগসের বাজার মূল্য ৫০ হাজার টাকা । তার বিরুদ্ধে এনডিপি এস ধারায় মামলা গ্রহণ করবে পুলিশ । শুক্রবার দুপুরে তাকে উদয়পুর জেলা দায়রা আদালতে পুলিশ সোপার্দ করবে বলে জানা যায় ।