Home » নেশার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলে ধর্মনগর থানার পুলিশ।

নেশার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলে ধর্মনগর থানার পুলিশ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
নেশার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলে ধর্মনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর রেল স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এ অভিযান চালিয়ে ১০ কেজি গাজা সহ দুই গাঁজা পাচারকারীকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ।জানা যায় ২ যুবক হল আশক কুমার (৩০) ,সে বিহার পাঠনার বাসিন্দা অপর এক অজিত কুমার (২৭) বিহার পাটনা ।পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।ইদানিংকালে ধর্মনগর রেল স্টেশন কে ব্যবহার করে গাঁজা পাচারকারীরা ছোট ছোট বেগে বহিরাজ্য অল্প পরিমাণে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে বলে অভিমত। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা ভেবে এই ধরনের পাচার চক্র বন্ধ করতে ধর্মানগর থানা সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

You may also like

Leave a Comment