
ধর্মনগর প্রতিনিধি।
গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী র নেতৃত্বে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির একটি বাইক এবং তিনজনকে আটক করে উত্তর জেলা পুলিশ।। তাদের কাছ থেকে সাড়ে ৬ গ্রাম হেরোইন এবং ১৪ ০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক বাইকটির নম্বর হচ্ছে টিআর ০৫ সি ৬৪৪২ এবং যে তিন জনকে আটক করা হয় তারা হলো আব্দুল ওসুদ, বয়স 18 বছর বাড়ি ধর্মনগরের রামেশ্বরে, কাবিল আহমেদ বয়স ২৫ বছর বাড়ি ধর্মনগরের শাবাজপুরে এবং শ্রীবাস নাথ ২৬ বছর বাড়ি কদমতলার সরলা গ্রাম পঞ্চায়েতে। গতকাল সঞ্জীব কালুয়ার বয়স ৩০ ধর্মনগরের রাজবাড়ী থেকে তাকে আটক করে তার থেকে অনেক গোপন সূত্র সংগ্রহ করছে উত্তর জেলা পুলিশ। উল্লেখ্য কিছুসংখ্যক ড্রাগস কারবারি দের দৌরাত্মে বর্তমান যুবসমাজ ড্রাগসের নেশায় নতজানো হয়ে ভেঙে পড়ছে। মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে সার্থক রূপ দিতে উত্তর জেলা পুলিশ ড্রাগস কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গেছে যারা ধরা পড়েছে তাদেরকে সাঙ্গ করে উত্তর জেলা পুলিশ ড্রাগসের বড় রেকেটটিকে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সার্থক হবে বলে অভিমত ব্যক্ত করেছে।