
প্রতিনিধি, উদয়পুর :-
নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজের যুবকরা । প্রতিদিন নেশায় আসক্ত হচ্ছে কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্ররা । নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেয় রাজ্য সরকার । পুলিশ নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য কাজ করে চলেছে গোটা রাজ্যের সাথে উদয়পুরেও । মঙ্গলবার রাতে উদয়পুর মাতারবাড়ি এলাকায় উত্তম দাস নামে এক ভাড়াটিয়া ঘর থেকে সক্ষম হয় । কিন্তু পুলিশ ঘাটে করে থাবা বসানোর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উত্তম দাস । পুলিশ তাকে আটক করতে না পারলেও রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস ড্রাগসের কৌটা সমেত এক প্যাকেট ড্রাগস ,একটি মোবাইল ও দুটি গাড়ি এবং একটি বাইক বাজেয়াপ্ত করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে । মাতারবাড়ি এলাকা থেকে এই ড্রাগস উদ্ধারের ঘটনায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয় গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে।