প্রতিনিধি, উদয়পুর :-
গত কয়েকদিন আগে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে এসে এক দর্শনার্থীর মোবাইল ফোন চুরি হয়ে যায় । পরে রাধা কিশোরপুর থানায় চুরি মামলা দায়ের করে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শ্রীনগরের এক বাসিন্দা । পরে পুলিশ তদন্ত করতে গিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে এবং সেই সাথে আরো দুইটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় । সদ্য উদয়পুর কলেজে ভর্তি হওয়া দুই ছাত্র এই চুরির কান্ডের সাথে জড়িত । পুলিশ তাদেরকে আটক করে উদয়পুর রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে । যেভাবে দিনের পর দিন চুরির কাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ছে একশ্রেণীর যুবক । তার ফলে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে এসে প্রায়শই সর্বশান্ত হচ্ছেন পুণ্যার্থীরা । এদিন চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দেয় রাধাকিশোরপুর থানার সেকেন্ড ওসি তাপস দাস । মোবাইল ফোনটি হাতে পেয়ে খুবই খুশি মোবাইল মালিক এবং ধন্যবাদ জানান পুলিশকে ।