প্রতিনিধি, উদয়পুর :-
২৫ বছরের বাম শাসনকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতার মসনদে থেকে সরিয়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে । জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে জনজাতি মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার জন্য কাজ করেছে । গর্জি মৌসুম পাথর ৬০ নং বুথে উঠান সভার মধ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ । বিধায়ক বলেন , রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতি অংশের সাধারণ মানুষের জন্য সরকার বহু কাজ করেছে । তার সুফল পেয়েছে ত্রিপুরার উপজাতিরা । সরকার সমতল থেকে শুরু করে পাহাড় সর্বোচ্চ উন্নয়ন করে গিয়েছে । শিক্ষা থেকে স্বাস্থ্য , পঞ্চায়েত থেকে শুরু করে বৈদ্যুতিক আলো সমস্ত কিছুই সুযোগ-সুবিধা দিয়েছে বিনামূল্যে । দেখতে দেখতে পাঁচটি বছর শেষ হয়ে দৌর গোড়ায় রয়েছে বর্তমান ২০২৩ সালের বিধানসভা নির্বাচন । বিধানসভা নির্বাচনে বিজেপি দল তার প্রচার শুরু করে দিয়েছে । প্রতিটি পাড়ার মোড়ে শুরু হয়েছে পথসভা । জনজাতি এলাকায় শুরু হয়েছে উঠোনসভা । বিধায়ক বলেন ভারতীয় জনতা পার্টি সব সময় বছরের ৩৬৫ দিন কাজ করে যায় মানুষের কল্যাণে । নতুন ভাবে কাজের প্রমাণ দিতে হয় না ভারতীয় জনতা পার্টিকে । বিধায়ক বলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রাজ্যে একটি অশুভ জোট মাথাচাড়া দিয়ে উঠেছে । এই অশুভ শক্তিকে রোখার জন্য রাজ্যের শুভবুদ্ধি সম্পূন্ন জনগণ এগিয়ে আসতে হবে । তারা চাইছে ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে এই কাজের উন্নয়নকে থমকে দিতে । এদিন বিধায়ক বলেন বর্তমান সরকারের আমলে যে সকল সুযোগ সুবিধে রাজ্যের মানুষ পেয়েছে তা কখনো বিগত দিনে পায়নি এই রাজ্যের জনগণ । এদিন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জি মৌসুম পাথর ৬০ নং বুথে জনজাতি মহিলাদের উপস্থিতি ছিল সারা জাগানো ।