ধর্মনগর প্রতিনিধি।
বুধবার করিমগঞ্জ জেলার পাথারকান্দির কাটাবাড়ি ও কুকুথল এলাকায় শ্রীকলস এডু প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে অর্গানিক ফার্মিং ও মার্কেটিং এর উপরে ৩ দিনের একটি রেসিডেনশিয়াল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় । এই ট্রেনিং প্রোগ্রামকে সফল করতে সাহায্য করেন National Institute of Agricultural Marketing । এতে উপস্থিত ছিলেন
, শ্রীকলস এডু প্রাইভেট লিমিটেডের নর্থ ইষ্ট কোর্ডিনেটার সুমন কান্তি সাহা, নিহার দাস (ওর্গানিক ফার্মিং এক্সপার্ট), সুপ্তা দেব (ওর্গানিক ফার্মিং এক্সপার্ট), সমাজ সেবী বিক্রম দেব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে 30 জন মানুষ অংশগ্রহণ করে। মুলত যারা ওর্গানিক ফর্মিং এর সাথে যুক্ত তাদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিনের এই ট্রেনিং প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারী প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয় National Institute of Agricultural Marketing এর পক্ষ থেকে।
অর্গানিক ফার্মিং ও মার্কেটিং এর উপরে ৩ দিনের একটি রেসিডেনশিয়াল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়
111