উদয়পুর প্রতিনিধি : নিজ আপন ভাইয়ের হাতে খুন হয়েছিলেন ছুড়ির আঘাতে ৫১ বছরের টিটু মিঞা খাদিম । এই ঘটনাটি নূর মহম্মদ খাদিম ঘটিয়েছিলো ২০২১ সালের অক্টোবর মাসের এক তারিখ । ঘটনার বিবরণে প্রকাশ , ঐদিন বিকাল আনুমানিক পাঁচটার সময় নূর মহম্মদ খাদিমের বড় ভাই সোহাবর আলী খাদিমের বাড়িতে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এক সালিশি সভা আয়োজন করা হয়েছিল। উক্ত সলিসি সভাতে টিটু মিঞা খাদিম এবং নূর মহম্মদ খাদিম ও সোহাবর আলী খাদিম সহ গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন । কিন্তু হঠাৎ করে সালিশি সভার মধ্যে দুই ভাইয়ের বাক-বিতণ্ডা শুরু হয় । একটা সময় সভার মধ্যে সকলের সামনে ছুরি দিয়ে টিটু মিঞা খাদিমের শরীরে আঘাত করে । এতে রক্তাক্ত জখম প্রাপ্ত হয় সে । তৎক্ষণাৎ টিটু মিঞা খাদিমকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে । ঐ ঘটনায় টিটু মিঞা খাদিমে ছেলে জাহির হোসেন খাদিম রাধা কিশোরপুর থানায় অভিযুক্ত নূর মহম্মদ খাদিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন । পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন । পরে মাননীয় আদালত বাদী পক্ষের ১৭ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে এবং উভয় পক্ষের দীর্ঘ শুনানির পর আসামি নূর মহম্মদ খাদিমকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন ২০২৪ সালের কুড়ি ডিসেম্বর তথা শুক্রবার দুপুরে। মাননীয় বিচারপতি শংকর লাল দত্ত নূর মহম্মদ খাদিমকে , নিজের ভাইকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তৎসঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন । এই আদেশ দেওয়ার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে নূর মহম্মদের পরিবার ।
খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
31