Home » ১২ টি বার্মিজ গরু সহ দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক করল পানিসাগর থানার পুলিশ।

১২ টি বার্মিজ গরু সহ দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক করল পানিসাগর থানার পুলিশ।

by admin

 চুরাইবাড়ি প্রতিনিধি ২০ ডিসেম্বর:–রাতের আঁধারে অবৈধভাবে বার্মিজ গরুর পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে গরুর মাফিয়ারা। জানা গেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে দুইটি বার্মিজ গরু বুঝাই বলেরো পিকআপ গাড়ি আটক করে রামনগর দেওছড়ার স্থানীয় একদল যুবক। মারধর করা হয় গাড়ি চালক ও সহচালক কে। পরবর্তী সময়ে অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা জড়ো হয়ে খবর দেন পানিসাগর থানা ও দমকল অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা। এক গাড়ি চালকের অবস্থা, গুরুতর দেখে দমকলকর্মীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে। ওপর আরেক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে TR05 H 1563 ও TR05F 1797 নাম্বারের দুইটি বলে্রো পিকআপ গাড়ি সহ ১২ টি বার্মিজ গরু নিয়ে আসে পানিসাগর থানায়। ওসি সুমন্ত ভট্টাচার্য স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেন। উনি জানান স্থানীয়রা যদি কোন অভিযোগ থানায় লিপিবদ্ধ করেন তবে উনি শক্ত হাতে তদন্তে নামবেন নতুবা একটি সমোট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করবেন। বর্তমানে বোলোরো গাড়ি দুটিকে নিজ হেফাজতে নিয়ে বারোটি বার্মিজ গরু গুলোকে যুবরাজনগরের কালিকাপুর স্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় হস্তান্তর করা হবে।

You may also like

Leave a Comment