প্রতিনিধি , উদয়পুর : বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে বসতঘর পুড়ে ছাই এক ব্যক্তির । ঘটনা কাকড়াবন উত্তর তুলামুড়ায় । ঘটনার বিবরণে জানা যায় , বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ হঠাৎ করে বিদ্যুতের মিটার থেকে আগুনের ঝলকানি শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে । কিছু বুঝার আগেই বাড়ির অন্যান্য সদস্য দেখতে পায় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে । জানা যায়, বসতঘরের মালিক জয়লাল উদ্দিন তার স্ত্রীকে নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ঈদের নিমন্ত্রণে । এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার রীতিমত হতবাক হয়ে পড়ে পরিবারের লোকজন। পরে বাড়ির সদস্যরা মোটরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষণে বসতঘরের পাশে থাকা একটা ছোট্ট ঘরেও আগুন ধরে যায়। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের আসবাবপত্র । এছাড়া ঈদের সময় গরু বিক্রির আশি হাজার টাকা ঘরে রাখা তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আগুনের গ্রাসে । পরবর্তী সময় বাড়ির অন্যান্য সদস্যরা মোটর এবং জমানো জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । অন্যদিকে খবর দেওয়া হয় কাঁকরাবন অগ্নিনির্বাপক দপ্তরে । দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছোট ঘরটি বাঁচাতে সক্ষম হয়েছে বলে জানান বাড়ির সদস্যরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকার উপর । রাজ্য সরকারের কাছে আবেদন রাখেন অগ্নিকাণ্ডের জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে অসহায় গরীব মানুষটিকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার তার আবেদন রাখেন পরিবারের সকল সদস্যরা। অগ্নিকাণ্ডের জেরে উত্তর তুলামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই বসর ঘর
103
previous post