Home » বা‌রো লক্ষা‌ধিক টাকার ফে‌ন্সি‌ডিল বোজাই ক‌ন্টেনার গা‌ড়ি জব্দ বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।ধৃত এক।

বা‌রো লক্ষা‌ধিক টাকার ফে‌ন্সি‌ডিল বোজাই ক‌ন্টেনার গা‌ড়ি জব্দ বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।ধৃত এক।

by admin

ধর্মনগর প্রতিনিধি**

এবার ফের ত্রিপুরায় পাচা‌রের প‌থে ওনলাই‌নের মেট সামগ্রী বোজাই বেসরকা‌রি সেফ এক্স‌প্রেস ট্রান্স‌পোর্ট সংস্থার এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমান নেশা জা‌তিয় ফে‌ন্সি‌ডিল কফ সিরাফ জব্দ হল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয়ে‌ছে ল‌রি চালককে।জানা গে‌ছে বুধবার সকা‌লে এএস(‌জি‌রো ওয়ান)আর‌সি(ওয়ান ওয়ান নাইন এইট)নম্ব‌রের এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি গুয়াহা‌টি থে‌কে আট নং জা‌তিয় সড়ক ধ‌রে ত্রিপুরায় পৌছার উদ্দে‌শ্যে অস‌মের শেষ প্রা‌ন্তের চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ ‌পো‌স্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে যথারী‌তি তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর প‌্যা‌কে‌টের আড়াল থে‌কে(বা‌রো)কার্টু‌নে(বা‌রো`শ)বোতল নেশা জা‌তিয় ফে‌ন্সি‌ডিল কফ সিরাফ বা‌জেয়াপ্ত হয়।যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় বা‌রো লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।এ কা‌ন্ডে উক্ত ল‌রির চালককে পাকড়াও ক‌রে‌ছে পু‌লিশ।ত‌ার নাম অম‌রেন্দ্রলাল দেববর্মা।বা‌ড়ি ত্রিপুরায়।ধৃতের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।ধৃত‌কে বৃহস্প‌তিবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

You may also like

Leave a Comment