Home » চড়িলাম কমলাসাগরে ১০০৬ ভোটার বিজেপিতে

চড়িলাম কমলাসাগরে ১০০৬ ভোটার বিজেপিতে

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২০ মার্চ।। লোকসভা নির্বাচনের মুখে মুখ থুবড়ে পড়ছে আইএনডিআইএ জোট। চারশো আসনের লক্ষ্যে লড়াই করছে বিজেপি। পশ্চিম ত্রিপুরা আসনে সিপিএমের প্রার্থী নেই। জোটের হয়ে লড়াই করছে কংগ্রেস। এতে সিপিএমের নীচু স্তরে বিদ্রোহ শুরু হয়েছে। প্রতিবাদে দল ছাড়ার হিড়িক লেগেছে। বুধবার চড়িলাম এবং কমলাসাগর বিধানসভায় পৃথক দু’টি সভায় সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন ১০০৬ ভোটার। এদিন কমলাসাগর বিধানসভার সংখ্যালঘু অধ্যুষিত ফুলতলী গ্রামে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪২ পরিবারের ৫৫৪ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলত্যাগীদের মধ্যে সিপিএমের এলসিএম খলিল মিয়া রয়েছে। তাদের বরন করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক অন্তরা দেব সরকার, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী প্রমুখ। এই বিশাল দলত্যাগের ফলে সিপিএমের তথাকথিত দুর্গ ফুলতলী মরুভূমিতে পরিনত হলো। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ভাষণে বলেন এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি। তিনি কংগ্রেস সিপিএমের জোট নিয়ে বলেন একসময় এই কমলাসাগরে কংগ্রেস সিপিএমের লড়াই মারামারি দেখেছে সবাই। আজ দু’টো দলের পায়ের তলায় জমি নেই। তাই একে অপরের হাত ধরে টিকে থাকতে চাইছে। তিনি বলেন দেশের মানুষ আবার বিজেপির সরকার প্রতিষ্ঠা করবেন। কারণ বিজেপি সকল অংশের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে। কংগ্রেস সিপিএম গত বিধানসভা নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করেছে। এবার সাধারণ মানুষ বিভ্রান্তির ফাঁদে পা দেবেনা। অন্যদিকে চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, জনজাতি নেতা ডেভিড দেববর্মা প্রমুখ। সভায় ১২২ পরিবারের ৪৫২ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলত্যাগীদের মধ্যে সিপিএমের পরিচিত নেতা অরুন দেববর্মা, প্রদীপ দত্ত প্রমুখ রয়েছে। সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মানুষ চায় উন্নয়ন আর শান্তি। উন্নয়ন এবং শান্তি দিতে পারে একমাত্র বিজেপির সরকার।

You may also like

Leave a Comment