Home » এক মৎস্য চাষীর দুটো পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নষ্ট করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা।

এক মৎস্য চাষীর দুটো পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নষ্ট করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা।

by admin

পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষীর দুটো পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নষ্ট করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা। ঘটনা খোয়াই এর অফিস অফিসটিলা ঘোষপাড়া এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় গতকাল গভীর রাতে অফিস টিলা ঘোষপাড়া এলাকায় জৈনিক মৎস্য চাষী প্রমোদ ঘোষ এর দুটো পুকুরে বিষ ঢেলে দেয় দুষ্কৃতিকারীরা। বিষ প্রয়োগের ফলে প্রচুর মাছের পোনা নষ্ট হয় এবং ৭০০শ ৮০০শ ১ কেজি ওজনের রুই কাতল মাছ মরে পুকুরে ভেসে ওঠে। মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণকারীরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেয় পুকুর মালিক প্রমোদ ঘোষ কে । তিনি এসে দেখেন তার পুকুরের সবগুলো মাছ ভেসে উঠেছে। এই ঘটনা প্রত্যক্ষ করার পর তিনি খবর দেন খোয়াই থানায়। খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার পুলিশ এবং অভিযোগের সত্যতা যাচাই করে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীকে তদন্ত করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করে। এদিকে খবর জানা জানি হতেই এলাকার বিজেপির বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা ছুটে আসে এবং ঘটনার নিন্দা জানায়। পাশাপাশি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান।

You may also like

Leave a Comment