শান্তির বাজারে এক দুস্কৃতির দ্বারা ছুরির আঘাতে আহত তিন।
ঘটনার বিবরনে জানাযায় সোমবার রাত্রিবেলায় শান্তির বাজার বগাফা রোড এলাকায় রাজীব পাল নামে এক যুবক শান্তির বাজারের বাসিন্দা রানা দাস ( ২৫ ), হরিচন দাস (৪৮ ) ও গোবিন্দ পাল ( ৩৮ ) নামে তিনজনকে ছুরি দিয়ে আঘাতকরে। এইঘটনার পরবর্তীসময় শান্তির বাজারের লোকজন একত্রিতহয়ে রাজীব পালকে আটক করে শান্তির বাজার থানার পুলিশের হাত তুলেদেয়। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসাপাতলে নিয়ে যায়। আহতদেরমধ্যে রানা দাস ও হরিচরন দাসের অবস্থা আশঙ্কাজনকদেখে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস দুইজনকে আগরতলা জিবী হাসপাতালে রেফার করে। অপরদিকে গোবিন্দপালের শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিৎসাচলছে। আহতদের শারিরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলেধরলেন জেলা হাসাপাতেলর চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস। অপরদিকে এই ঘটনার বিবরন জানিয়ে শান্তির বাজার থানার ওসি অনুপম দাস জানান উনারা ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানথেক বাজারের লোকজন রাজীব পালকে পুলিশের হাতে তুলেদেয়। এইনিয়ে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ জানানোরপর শান্তির বাজার থানায় ৩২ /২০২২ নাম্বারে কেইস লিপিবদ্ধ করাহয়েছে। অভিযুক্তকে জিঞ্জেসাবাদকরে মঙ্গলবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করাহবে। ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। সোমবার রাত্রিবেলায় শান্তির বাজার শহরে এইধরনের ঘটনাঘটেযাওয়ায় সমগ্র বাজার এলাকাজুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।