Home » চড়িলাম মোটরস্ট্যান্ড নির্মাণকাজ চুড়ান্ত পর্যায়ে

চড়িলাম মোটরস্ট্যান্ড নির্মাণকাজ চুড়ান্ত পর্যায়ে

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২০ ডিসেম্বর ।। চড়িলামে নির্মাণ হচ্ছে আধুনিক মানের মোটরস্ট্যান্ড। মানুষে মেশিনে চরম ব্যাস্ততা চলছে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে চড়িলামের উন্নয়নের মুকুটে নয়া পালক যুক্ত হবে। সোমবার চড়িলামের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা নির্মিয়মান মোটরস্ট্যান্ড পরিদর্শন করেন। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান চড়িলামের বহু দাবি পূরণ হয়েছে। স্টেডিয়াম, স্কুল, বাজার শেড, রাস্তা, স্ট্রিট লাইট, জলের ড্রেইন, বিদ্যুৎ সম্প্রসারণ, পানীয় জলের ব্যবস্থা, জৈব গ্রাম সহ অনেক কাজ হয়েছে চড়িলামে। মানুষের চাহিদা তথা দাবি গুলো পূরণ হচ্ছে। এটাও একটা দাবি। এই দাবিও পূরণ হওয়ার পথে। গ্রামোন্নয়ন দপ্তর এই নির্মাণ কাজ করছে। গুনগত মান বজায় রেখে কাজ হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে নয় মোটরস্ট্যান্ড জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment