প্রতিনিধি, গন্ডাছড়া :- সন্ধ্যা রাতে গন্ডাছড়ায় গুলিবিদ্ধ এক যুবক। তার নাম উমেশ ত্রিপুরা (৩১) বাড়ি গন্ডাছড়া থানাধীন চিত্রাঝাড়ি এডিসি ভিলেজের বৈধন্যা পাড়া। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নিজ বাড়িতে উমেশ ত্রিপুরা দুষ্কৃতিকারীদের হাতে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই এলাকাবাসীদের সহযোগিতায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার বাঁ হাতে গুলি লাগে। যার ফলে তার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আইপিএফটি গন্ডাছড়া মহকুমা সভাপতি তথা ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। তারা চিকিৎসকদের সাথে কথা বলে উমেশ ত্রিপুরার শারীরিক খোঁজখবর নেন। পরে আইপিএফটি গন্ডাছড়া বিভাগীয় সভাপতি প্রেম সাধন ত্রিপুরা সাংবাদিকদের জানান এটা রাজনৈতিক সন্ত্রাস। উমেশের বড় ভাই আইপিএফটি দলের একজন সক্রিয় কর্মী। এদিন দুস্কৃতিকারীরা তাকে খুন করার জন্য পেছন থেকে গুলি করে। তিনি বলেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়ি এলাকায় এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তারা চিন্তিত। আইপিএফটি সভাপতি বলেন বিজেপি- আইপিএফটি জোট সরকারের প্রায় ৫ বছরের কাছাকাছি শাসনের সময় কালে পাহাড়ে কোন রাজনৈতিক সন্ত্রাস হয়নি। এখন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের ঘৃন্য রাজনীতি শুরু হয়েছে। এদিন দলের পক্ষ থেকে প্রেম সাধন ত্রিপুরা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
101