প্রতিনিধি, বিশালগড় ,
১৯ নভেম্বর।। বাইকের দুরন্তপনার বলি হলেন বৃদ্ধা। দুরন্ত বাইকের ধাক্কায় বৃদ্ধা মহিলার হাত পা ভেঙে যায়। বুকের পাঁজর ভেঙে যায়। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বয়স্ক মহিলা । মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় টাকারজলা থানাধীন গোলাঘাটি মর্ডান ক্লাব সংলগ্ন গোলাঘাটি বিশালগড় সড়কে। ৭২ বছর বয়সী আরতি দেবনাথ রাস্তা পার হচ্ছিলেন । সে সময় এক নাবালক কিশোর একটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে সজোরে ধাক্কা মারে আরতি দেবনাথকে। বাইকটির নম্বর টিআর ০১ এ এম ৬৩৫৭(হিরো এক্স পালস্)। বাইকের ধাক্কায় মুহূর্তের মধ্যে আরতি দেবনাথ মাটিতে লুটিয়ে পড়ে । পা ভেঙে হাড় বেরিয়ে আসে। ভেঙে যায় হাত। বুকে মাথায় মারাত্মক আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় এসপিও ক্যাম্পের জওয়ানরা ছুটে গিয়ে অর্ধমৃত আরতি দেবনাথকে উদ্ধার করে নিকটবর্তী দয়ারাম পাড়া স্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান টাকারজলা থানার ওসি রথীন দেববর্মা সহ পুলিশ বাহিনী। দয়ারাম পাড়া স্বাস্থ্যে কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আরতি দেবনাথের অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করে দেয়। কিন্ত শেষ রক্ষা হয়নি। বেলা একটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা । এদিকে পুলিশ বাইক আরোহীকে আটক করে টাকারজলা থানায় নিয়ে যায় ।বাইক আরোহি জনজাতি ছাত্রটি একাদশ শ্রেণিতে পড়াশোনা করে । স্বাভাবিকভাবেই সে নাবালক। ড্রাইভিং লাইসেন্স থাকার কথা নয়। ছেলেটি জানায় সে বন্ধুর কাছ থেকে বাইক নিয়ে যাচ্ছিল। বাইকের পেছনের আসনে বন্ধু ছিল। ঘটনার পর বন্ধু সুমন পালিয়ে যায়। বাইক আরোহীর বাড়ি শ্রীনগর থানাধীন ধারিয়াছড়া এলাকায়। ছেলেটির মা ছুটে গিয়েছেন থানায়। ছেলের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। টাকারজলা থানার ওসি রথীন দেববর্মা ঘাতক বাইক বাজেয়াপ্ত করেছে । আইনানুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ময়নাতদন্তের পর আরতি দেবনাথের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। বিকালে শেষকৃত্য সম্পন্ন হয়। বয়স্ক আরতি দেবনাথের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাইকের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
42