আজ খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে খোয়াই জেলা ভিত্তিক “মূখ্যমন্ত্রী পশুপালক সন্মান নিধি প্রকল্প” -এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভসূচনা করেন ত্রিপুরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহরায়। তাছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতি টিংকু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত উত্তম অধিকারী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত সৌমেন গোপ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুবিধাভোগী বৃন্দ।এইদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এ আর ডি টি ডিপার্টমেন্টের মন্ত্রী যেভাবে পরিকল্পনা নিয়ে মানুষের কল্যানে মানুষকে পাশে নিয়ে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেবার যে পরিকল্পনা গ্রহণ করেছে। তা বিগত বাম আমলে আমাদের আমরা প্রত্যক্ষ করি নাই। তাদের লক্ষ্য ছিল বেনি ফিসারিদের সরকারি সুযোগ-সুবিধা নিতে হলে মিছিলের লাইন লম্বা করতে হবে।অনেক ক্ষেত্রে দেখা গেছে মিছিলে হাঁটলে অনেক বেনি ফিসারিকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে খালি হাতে ফিরতে হয়েছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর মানুষের কল্যানে,রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কিভাবে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা পেতে এখন মানুষকে মিছিলে হাটতে হয় না। কিংবা পার্টির অফিসে গিয়ে ভিড় জামাতে হয় না। এটাই হচ্ছে বিজে পি গভমেন্টের সরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
“মূখ্যমন্ত্রী পশুপালক সন্মান নিধি প্রকল্প” -এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
by admin
written by admin
29
next post