ধর্মনগর প্রতিনিধি।
১৮ ডিসেম্বর :—–গাজা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেলো চুরাইবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য প্রতিদিনের ন্যায় চুড়াইবাড়ি নাকা পয়েন্টের রুটিন তল্লাশিতে রবিবার গভীর রাতে সন্দেহ মূলক একটি ছয় চাকার গৃহ সামগ্রী বোঝাাই AS 28AC – 0792 নম্বরের লরিটি চড়াইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটি আটক করে তল্লাশি চালায়।গভীর রাত হওয়ায় আজ সোমবার সকাল এগারোটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে গাড়িটির ভেতরে থাকা সমস্ত গৃহ সামগ্রী তল্লাশি করলে এতে তিনটি সোফা সেটের ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে ১৫১ কেজি চারশো গ্রাম শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ।যার কালোবাজারি মূল্য ২৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার । এতে সাক্ষ্য হিসেবে রাখা হয় ডিসিএম কর্জরাম রিয়াং এবং শিক্ষক সুমিত নাথ কে।এ কাণ্ডে লরি চালক এবং শোহ চালক কেও আটক করেছে চড়াইবাড়ি থানার পুলিশ।ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্বারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হবে জানিয়েছেন জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।
আসবাব পত্রের ভিতরে সেলাই করে গাজা পাচারের উদ্দেশ্য ব্যর্থ। ২৫ লক্ষ টাকার গাঁজাসহ গ্রেপ্তার দুই।
157