ধর্মনগর প্রতিনিধি।
১৬ ডিসেম্বর থেকে খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। একমাস ধরে চলবে এই প্রতিযোগিতা। এখন শুধুমাত্র বিভিন্ন দলগুলির মধ্যে ক্রিকেট খেলা চলছে। বাকি অন্যান্য খেলা শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। সোমবার ক্রিকেটে ধর্মনগর প্রেসক্লাব মুখোমুখি হয় ড্রিঙ্কসটার ১১ এর। টসে জয়ী হয়ে ড্রিম স্টার ১১ ধর্মনগর প্রেসক্লাব কে ব্যাট করতে পাঠায়। ধর্মনগর প্রেসক্লাব চূড়ান্ত ব্যাটিং দক্ষতার মাধ্যমে নির্ধারিত বিষ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২৫৬ রান করে। দলের পক্ষে রাজদীপ দেবনাথ মাত্র ১৪ বলে ৫৪ রানের অপরাজিত থেকে যায়। জবাবে ড্রিমস্টার ১১ মাত্র ৭১ রানে সকলে আউট হয়ে যায়। ধর্মনগর প্রেসক্লাবের রাজদীপ দেবনাথ কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। তার আগে সকালে ওপর একটি ম্যাচে ওয়াসাক ক্লাব নির্ধারিত বিষ ওভারে 192 রান করলে জবাবে পুরো পরিষদের ১১ নম্বর ওয়ার্ড ১৪৫ রানে সবাই আউট হয়ে যায়। ওয়াশাক ক্লাব জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলো ধর্মনগর প্রতিযোগিতায় ক্রিকেটে বড় ব্যবধানে জয়ী ধর্মনগর প্রেস ক্লাব।
182
previous post