
প্রতিনিধি, বিশালগড় , ।। বাইক চোরচক্র সমূলে বিনাশ করতে মাঠে নেমেছে বিশালগড় থানার পুলিশ। শুরু হয়েছে ধরপাকড়। গোটা গ্যাং জালে তুলতে চাইছে পুলিশ। রবিবার বিশালগড়ের বাইক চোর চক্রের মূল মাস্টারমাইন্ড আরিফ খানকে জালে তুলেছে পুলিশ। এদিন কড়ুইমুড়া বাজার থেকে তাকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। তার বাড়ি বিশালগড়ের রঘুনাথপুরে।
জানা যায়, গত ১৬ মার্চ বিশালগড় নিউমার্কেট থেকে একটি পালসার বাইক চুরি হয়ে যায়। বাইকের মালিক বিশালগড় থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করে। তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার এদিনই বাইক সহ জামাল হোসেনকে গ্রেপ্তার করে। জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি বাইক সহ মাসুম ইলিয়াস, রাকেশ খান নামে আরো দু’জনকে গ্রেফতার করে। মাসুম ইলিয়াস ও রাকেশ খানকে জিজ্ঞাসাবাদে সুজিত মোদক ও পুরো বাইক চোরের মূল মাস্টারমাইন্ড আরিফ খানের নাম উঠে আসে। ২৪ শে মার্চ বিশ্রামগঞ্জ থেকে পালসার বাইক সহ সুজিত মোদককে গ্রেপ্তার করে পুলিশ । বর্তমানে এই ৪ কুখ্যাত বাইক চোর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। শুরু হয় মূল মাস্টারমাইন্ড আরিফ খানকে গ্রেপ্তারের প্রক্রিয়া। সুকৌশলে রবিবার সকাল দশটায় বিশালগড় কড়ুইমুড়া বাজার এলাকা থেকে চোর চক্রের মূল মাস্টারমাইন্ড আরিফ খানকে গ্রেপ্তার করে পুলিশ । কুখ্যাত বাইক চোর চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশালগড়বাসী। ওসি বাদল সাহা জানান একটি সংগঠিত চক্র বাইক চুরি করে বাংলাদেশে পাচার করছে। আরও নাম উঠে আসছে। গ্রেপ্তারের প্রক্রিয়া জারি থাকবে।