প্রতিনিধি, বিশালগড়, ১৯ ডিসেম্বর।। ভোটের মুখে বিশালগড়ে ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। নেতিবাচক রাজনীতির কারণে তছনছ হয়ে যাচ্ছে তথাকথিত লালদুর্গ। চার বছর অন্তরালে কাটিয়ে ভোটের মুখে হঠাৎ করে আন্দোলনের নামে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সিপিএম এবং কংগ্রেস। কিন্তু সাধারণ মানুষ শান্তি এবং উন্নতির পক্ষে। তাই প্রতিদিন বিজেপিতে যোগদান পর্ব চলছে বিশালগড়ে। সোমবার বিশালগড় মন্ডলের মুড়াবাড়িতে সিপিএম এবং কংগ্রেস ছাড়লেন ৭৫ জন ভোটার। তারা যোগদান করেন বিজেপিতে। বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ স্থানীয় কার্যকর্তারা নবাগতদের বরণ করেন। মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন বিজেপি চব্বিশ ঘণ্টা মানুষের পাশে থেকে কাজ করে। আর সিপিএম নেতারা হঠাৎ ভোটের পাখির মতো মাঠে নামতে চাইছে। কিন্তু এদের পাশে মানুষ নেই। তাই অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে ঘোলাজলে মাছ শিকার করতে চাইছে। মানুষ সিপিএম এবং তাদের দোসর কংগ্রেসের জামানত জব্দ করার জন্য তৈরি হচ্ছে। করোনা মহামারী পরিস্থিতি কিংবা প্রাকৃতিক দুর্জোগে সিপিএমের নেতারা মানুষের পাশে ছিল না। তাই এদের উচিৎ জবাব দিতে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। উন্নতি আর শান্তির জন্য তারা বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছে।
94
next post