44
সোনামুড়া প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে কাঠালিয়া সোনামুড়া সড়কের বেজি মারা সংলগ্ন এলাকায় টি আর ০৭c০৭৪৮ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনের ৬ ০০ ফেনসিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। আটক গাড়ী চালক সোলেমান মিয়া। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা। এদিনের অভিযান প্রসঙ্গে বিস্তারিত জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। উক্ত ঘটনার ndps ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ।