ধর্মনগর প্রতিনিধি। মঙ্গলবার সন্ধ্যার পর ধর্মনগর দুর্গাপুর এলাকার সাধারণ বাসিরা একজন বাইক চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিল। ঘটনার বিবরণে প্রকাশ মঙ্গলবার মুস্তাপ আহমেদ নামে এক ব্যক্তিকে ধরে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। একটি নাম্বার বিহীন পালসার বাইক রেলগেট এলাকার শামীম এর কাছ থেকে ত্রিশ হাজার টাকায় একটি বাইক কিনেছে এবং দশ হাজার টাকার দিয়েছে বলে জানায় মুস্তাপ। উল্লেখ্য অভিযুক্ত চোর বলে মুস্তাপ আহমেদ শনি ছড়া বাজারে ভাড়া থাকে। তার বাড়ি পার্শ্ববর্তী আসাম রাজ্যের পাথারকান্দি এলাকায়। কিন্তু এলাকাবাসীরা জানায় সে নম্বরবিহীন এই বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগরে চুরি এবং ডাকাতির যেসব ঘটনা ঘটছে তার অধিকাংশই পার্শ্ববর্তী আসাম রাজ্য থেকে আসা চোর বা ডাকাতের কান্ড বলে অভিযোগ।
184
previous post