খোয়াই,১৯মেঃ খোয়াইয়ে বেআইনী অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করলো পুলিশ।রবিবার খোয়াইয়ের বাইজালবাড়ী ফাঁড়ির ওসি রিপন উচ্চই উনার কাছে বিশ্বস্ত সূত্রের খবরে জানতে পারে যে, আশারামবাড়ীর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেআইনী অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিক একটি গাড়ি ভাড়া করে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছে।এই মর্মে অবগত হয়েই ফাঁড়ির ও সি রিপন উচ্চই– র নেতৃত্বে পুলিশ খোয়াই— মোহনপুর– আগরতলা জাতীয় সড়কের বেলফাঙয়ে আশারামবাড়ী থেকে সোনামুড়াগামী গাড়িটি আটক করে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে।পরে প্রথমে বাইজালবাড়ী পুলিশ ফাঁড়ি ও পরে তাদেরকে খোয়াই থানার হেফাজতে নিয়ে আসা হয়।এদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার এদেরকে আদালতে তোলা হবে।ধৃতরা হলো বাবলু দাস(২৬)লিটন দাস(৩৭) পঙ্কজ সরকার(২২)নিকলু সরকার(১৮) ও রূপন দাস(২৬)।এদের বাড়ী বাংলাদেশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায়। এদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় কিছু নগদ অর্থও উদ্ধার করে পুলিশ।থানায় এদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
213
previous post