প্রতিনিধি, বিশালগড় , ১৯ মে।। রাজ্যে আবারো সক্রিয় হয়ে ওঠেছে এনআইএ। শুরু হয়েছে ধরপাকর। অনুপ্রবেশ এবং মানব পাচার কান্ডে অভিযুক্তদের গ্রেপ্তারে আবারো মাঠে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার মানব পাচার কান্ডে যুক্ত হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। তুলে দেয়া হবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। ২০২৩ সালে জাতীয় তদন্তকারী সংস্থা গৌহাটির একটি মানব পাচার মামলার তদন্ত হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় । এখানো অনেকে পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এনআইএ। হান্নান মিয়াকে গ্রেপ্তারের জন্য বিশালগড় থানায় রিকুইজিশন পাঠায় এনআইএ। এরপর মাঠে নামে বিশালগড় থানার পুলিশ। মানব পচার কান্ডে অভিযুক্ত কমলাসাগরের মতিনগর এলাকার হান্নান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বিশালগড় থানার ওসি রানা চাট্যারর্জি নেতৃত্বে পুলিশ বাহিনী বিশালগড় রাস্তা মাথা এলাকা থেকে গ্রপ্তার করে হান্নান মিয়া কে। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান, এনআইএ অফিসারেরা আসছেন । ধৃত হান্নান মিয়াকে ট্রানজিট রিমান্ডে হেপাজতে নেবে এনআইএ। সোমবার আনআইএ অফিসারদের হাতে তুলে দেয়া হবে হান্নান মিয়াকে।
162