Home » আধুনিক চোরের থাবায় জর্জরিত ধর্মনগর বাসী, অসহায় ধর্মনগর থানার পুলিশ প্রশাসন।

আধুনিক চোরের থাবায় জর্জরিত ধর্মনগর বাসী, অসহায় ধর্মনগর থানার পুলিশ প্রশাসন।

by admin

ধর্মনগর প্রতিনিধি।

চোরেদের দৌরাত্ম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশ আধুনিকতার আশ্রয় যতটুকু নিয়েছে তার থেকে আরও বেশি অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে চোরের দল। চোরের দলের কারণে ধর্মনগর বাসীদের উষ্ঠাগত প্রাণ। এবার চুরির ঘটনা ঘটল ধর্মনগরের রাজবাড়ী এলাকার এম বি ইউনিট রোডে। জানা গেছে বাড়ির মালিক সঞ্জয় কুমার দে শনিবার দুপুর দুইটায় চিকিৎসার কারণে শিলচর যায়। সোমবার সকাল সাড়ে দশটায় সঞ্জয় কুমার দে বাড়িতে ঘুরে এসে দেখে বাড়ির মূল ফটকটি বন্ধ থাকলেও পাশের ছোট গ্রিলের দরজাটি ভাঙ্গা। ভাঙ্গা দরজা দিয়ে এগিয়ে আসতে দেখতে পায় এই দরজা দিয়ে কেউ প্রবেশ করে ভেন্টিলেটর খুলে ঘরের ভিতরে প্রবেশ করে সঞ্জয় কুমার দে এবং তার স্ত্রীর লকার দুটোই লুটে নিয়ে গেছে। মালিক সঞ্জয় জানায় তাদের কাছে নগদ ঘরে ২০ থেকে ২২ হাজার টাকা আর তার স্ত্রী আগে শিলচর যাওয়ায় সনাতনা একটা প্যাকেট করে সঞ্জয় কে দিয়েছিল যা সঞ্জয় নিজের লকারে নিরাপত্তা সহকারে রেখেছিল। এগুলি কিছুই নেই। ঘরে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করায় দেখা যায় যে ভোর চারটা এগারো মিনিট থেকে চারটা ২৩ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ছবিগুলো সব ডিলিট করা। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ছবি ডিলিট করতে হলে যে পাসওয়ার্ড দরকার চোরের দল পাসওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পিছপা হয়নি। তাই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ও নিরাপত্তা নেই বলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এখন যেভাবে সিসিটিভি ক্যামেরার পাসওয়ার্ড পর্যন্ত চোরের দল নিজেদের সুবিধা মত ব্যবহার করতে শুরু করেছে তাতে রাজ্যের পুলিশ বাহিনীকে আরো উন্নত হওয়ার দরকার অনুভব করার দিন এসে পড়েছে।

You may also like

Leave a Comment