132
ফুচকা খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। পেশায় তিনি শিক্ষক। সেখানে তাঁকে গুলি করে খুনের অভিযোগ। অভিযুক্ত দুই বাইকআরোহী। বিহারের সুপৌল জেলার ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ নুরুল্লা (৪২) এবং সিকন্দর দাস (৪০)-এর গুলি লেগে মৃত্যু হয়েছে। নুরুল্লা স্কুলের শিক্ষক। সিকন্দরের গ্রামে একটি দোকান রয়েছে। শনিবার রাতে দিনাপট্টি গ্রামের একটি দোকানে গিয়েছিলেন নুরুল্লা। তখনই সেখানে বাইকে চেপে উপস্থিত হন দু’জন। অভিযোগ, নুরুল্লাকে লক্ষ্য করে গুলি চালান তাঁরা। এর পর দোকানের মালিককে গুলি করে পালিয়ে যান।