প্রতিনিধি কৈলাসহর:-মালবাহী ম্যাজিক গাড়ি দ্বারা অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা দিলে উল্টে যায় এবং পেছন দিক থেকে আশা অপর একটি যাত্রীবাহী অটো দুর্ঘটনাগ্রস্থ হয়। মালবাহী ম্যাজিক গাড়িটি ধর্মনগর থেকে কৈলাশহর আসার পথে ভগবাননগর জাতীয় সড়কের উপরে অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা দেয় ফলে এর পিছনে থাকা অপর একটি অটো উল্টে যায় যার ফলে আহত হয় তিনজন এবং যাত্রীবাহী অটোটি বিধ্বস্ত হয়।স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় এবং আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। যাত্রীবাহী ম্যাজিক গাড়িটির নম্বর হল TRE 1839 । পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ যাত্রীবাহী অটো দুটির নম্বর হল TR063005 এবং অপর আরেকটি যাত্রীবাহী অটোর নম্বর হল TR 02C2113 ।উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
84